Post on Medial

Ispat Voice

Stealth • 23d

নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্য, "অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া সহজ" নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর এই স্বীকারোক্তি বিজেপির দীর্ঘদিনের প্রতিশ্রুতি ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে ধরেছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি "আচ্ছে দিন" বা ভালো দিনের প্রতিশ্রুতি দেন, যার মধ্যে অর্থনৈতিক উন্নতি, কর্মসংস্থান, দুর্নীতির অবসান, কৃষক উন্নয়ন ও স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনের কথা বলা হয়েছিল। তবে, বাস্তবে সেই প্রতিশ্রুতির অনেকটাই অপূর্ণ রয়ে গেছে। যুব সমাজ কর্মসংস্থানের অভাবে ক্ষুব্ধ, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না, স্বাস্থ্যখাতে মানসম্মত সেবা এখনও অপ্রতুল, এবং শিক্ষা খাতেও এখনও বড় পরিবর্তন হয়নি। মোদীর এই বক্তব্য বিরোধীদের কাছে যেন মোদী সরকারের ব্যর্থতা স্বীকার করার মতোই মনে হচ্ছে। বিরোধী দলগুলি বলছে, মোদী সরকার শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, যার বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই সম্ভব হয়নি। জনগণ এখন আরও সচেতন এবং ভবিষ্যতের রায়ে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে আগ্রহী। @ইস্পাত

0 replies

Download the medial app to read full posts, comements and news.